• জানুয়ারী ১৫, ২০২৬

সেপটিক ট্যাংকে অটোচালকের লাশ, আরেক আসামির স্বীকারোক্তি

কিশোরগঞ্জের বাজিতপুরে ব্যাটারিচালিত অটোরিকশার (ইজিবাইক) চালক রাব্বী মিয়াকে (২০) হত্যার দায় স্বীকার করে আরেক আসামি আদালতে জবানবন্দি দিয়েছেন। স্বীকারোক্তি দেওয়া ব্যক্তির নাম মাছুম রানা (২৬)। আজ বৃহস্পতিবার বিকেলে কিশোরগঞ্জ আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশিকুর রহমান ১৬৪ ধারায় তাঁর জবানবন্দি রেকর্ড করেন। এ নিয়ে দুই আসামি স্বীকারোক্তি দিলেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) কিশোরগঞ্জ জেলা পরিদর্শক মো. মজিবুর প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেছেন।

আসামি মাছুম রানার উপজেলার পিরিজপুর ইউনিয়নের হাফানিয়া গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম আঙ্গুর মিয়া। মাছুমকে গত মঙ্গলবার সন্ধ্যায় কটিয়াদী উপজেলার বাসস্ট্যান্ড এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। নিহত রাব্বীর বাড়িও পিরিজপুর ইউনিয়নেই, রুস্তমপুর গ্রামে। তাঁর বাবার নাম নিলু মিয়া। গত ১৪ জুলাই রাব্বীর লাশ মাছুমের বাড়ির পাশের একটি সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে পুলিশ।

আগের পোষ্ট এ যান

ইজিবাইকের সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেলের চালক নিহত

পরের পোষ্ট এ যান

নরসিংদী জেলা আ.লীগের সভাপতি ও সম্পাদককে পদ থেকে অব্যাহতি

আপনার মতামত জানান

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।